[email protected], [email protected]
For College +88-01917089705
For Hospital +88-01915997646

বিতর্ক প্রতিযোগীতায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও বারিন্দ মেডিকেল কলেজের মধ্যে “আইনের শাসনের অভাব, দূর্নীতি বিস্তারের মূল কারণ” বিষয়ে বির্তক প্রতিযোগীতার আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে বির্তক প্রতিযোগীতায় আরো উপস্থিত ছিলেন রামেবি’র রেজিষ্ট্রার, ডেপুটি রেজিষ্ট্রার , পরীক্ষা নিয়ন্ত্রক ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের পক্ষে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোহাঃ জাওয়াদুল হক, প্রফেসর ডাঃ পারভীন সুলতানা, ডাঃ গোলাম রাব্বানী সহ বেশ কয়েকজন শিক্ষক অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা “আইনের শাসনের অভাব, দূর্নীতি বিস্তারের মূল কারণ” উক্ত বিষয়ের বিপক্ষে জোড়ালো যুক্তি-তর্ক পেশ করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বিচারক মন্ডলীগণ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর বিতার্কিক দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং দলনেতা মোঃ ফিরোজ শাকিল শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অজন করেন। অনুষ্ঠান শেষে রামেবি’র উপাচার্য উভয় পক্ষের প্রতিযোগীদের ভূয়ষী প্রশংসা করেন এবং আগামী আরো সুন্দর সুন্দর বির্তক প্রতিযোগীতা আয়োজনের সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পরিশেষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের পক্ষে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ক্রেস্ট তুলে দেন।